শামুক মেয়ে

এ কেমন প্রেম (আগষ্ট ২০১৬)

সালমা সেঁতারা
  • 0
  • ৬৬
ওগো আলসে মেয়ে,
কতোটা আধুনিকতায় বিদ্যাকে ঠুনকো করে
ভুলেছো তুমি নদী কুলি নারী।

আজকাল, অলস নিদ্রায় কাটাও দিনকাল।
জরুরি শুকাতে দাও
অলস জোছনায় দিনের ভেজা শাড়ি।

ওগো ধীবর মেয়ে, কবে থেকে বল্ছি,
ভেজা জাল পড়ে আছে, থোক ধরে ধরে,
পাট কাটা কাল গড়ালো ভাদরে। অথচ!

একটু তো নড়ে চড়ে বসো! কেটে যাক শম্বুক রাগ
শরীরের ভাঁজে ভাঁজে দাও, রোদের নিরাময়
খোঁপা এলো করে নাও ঝিরি ঝিরি হাওয়া
উড়ে যাক বরষার ভাঁপ।

ওকি? অলসা মেয়ে? পাশ ফিরে শোও
আলের আগাছা খেয়ে খেয়ে
এক থোকা ডিম পেড়ে দাও।

গেল ঋৃতুতে কত ডিম চলে গেল সাগর সলিলে
তুমি তেমনি ঘুমে। ওগো মহুয়া অলসা
তোমাকে ভেজাতে পারে? সে কোন বরষা?

বলি যতোটা সময় পাও, সাগর বিহারে যাও
শৈল শেখরের হিমাদ্রি চূর্ণ করে
জমিনে ছড়াও,
দেহ কুলে টেনে দাও সুবর্ণ রেখা।

ওঠো জেগে অলসা এখনও খোলনি কেন
শারদীয়া শাড়ি, মোছনি তো ভাদই শ্যাওলা।
ঠগা দিয়ে পাট কাঠি নাড়ো,
তড়িঘড়ি পরে নাও শিশির নূপুর।

জানো না?
কান পেতে আছে ঐ ডাহুক রাত
শিঞ্জিনি ছন্দ শুনে কখন গভীর হবে তার
তিমির প্রপাত।

ও মরি,আলসে মেয়ে!
মুছে ফেলেছো সূর্যের বাম অঙ্কের বিম্ব
বেণীআসহকলা। বলতো!! কতোটা-
অলসতায়, না রইলে আরাধ্যা, না হলে অঞ্জলিকা

ভেবে ভেবে গালে হাত
কী করে কাটবে তোমার শামুক মেঘলা কাল
কী করেই বা দুপুর বিকাল!

নড়ে চড়ে উঠবে তো! আবার বৈশাখে?
নইলে সংসার তোমার? রোদছায়াহীন শ্যাওলামলিন,
খেরোখাতাই থেকে যাবে যে চিরকাল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নিশাত আনাম অনেক ভালো লাগা এবং শুভ কামনা ...
কাব্যের কবি ভালো লাগলো। আমার পাতায় আমন্ত্রণ রেখে গেলাম।
গাজী সালাহ উদ্দিন দারুন ভালো লাগলো , আমার পাতায় আমন্ত্রন রইলো ।
মনোয়ার মোকাররম সুন্দর চিন্তাধারা ... ভালো লেগেছে
কাজী জাহাঙ্গীর কবির ভাবনার সাথে পাঠকের চিন্তার বিস্তর ফারাক থাকবে হয়তো, তবুও বলি মা হিসাবে বয়সন্ধীর মেয়েকে শাসন/সাবধান,শরিরী বিষয় গুলি সম্পরকে সচেতনতা জাগানো অথবা নতুন সংসারী মেয়েকে সম্পর্কে আবেগি করা আবার আবহেলার ভ'ৎসনা সবকিছুই ফুতে উঠেছে দারুনভাবে । ভাল লেগেছে, শুভেচ্ছা , ভোট আর আমার পাতায় আমন্ত্রন ।
জলধারা মোহনা শামুক মেয়ের আলসেমির কাহিনী খুব ভালো লাগলো। অসম্ভব মায়াবী কবিতা

০১ ফেব্রুয়ারী - ২০১৬ গল্প/কবিতা: ২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪